ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাদকসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
কেরানীগঞ্জে মাদকসহ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইনসহ নিলু (২৭) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জনি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নিলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিলুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।