ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে বা‌সচাপায় দিনমজুর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ব‌রিশালে বা‌সচাপায় দিনমজুর নিহত

ব‌রিশাল: ব‌রিশা‌ল নগরীর কা‌লি‌জিরা ব্রিজের পাশে বা‌সচাপায় বেল্লাল (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ তিনজন। ‌রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত বেল্লাল কা‌লি‌জিরা এলাকায় ভাড়া বাসায় থা‌কতেন। আহতরা হলেন- শীলা রানী, মোতালেব ও হারুন‌।

স্থানীয় সে‌লিম মিয়া বাংলানিউজকে জানান, সকালে ঝালকা‌ঠি থেকে ব‌রিশা‌লগামী একটি বাস কা‌লি‌জিরা ব্রিজ অ‌তিক্রম করছিল। এসময় হঠাৎ করে একটি ট্রাক পার্শ্ববর্তী বাজারের সড়ক থেকে বের হলে বাসের চালক নিয়ন্ত্রণ হা‌রিয়ে রাস্তার পাশে থাকা বেল্লালসহ চারজনকে চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা চি‌কিৎসা মহা‌বিদ্যালয় হাসপাতালে নিলে চিকিৎসক বেল্লালকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, বাকীদের হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।