ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ, সম্পাদক ফয়েজুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ, সম্পাদক ফয়েজুল ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ, সম্পাদক ফয়েজুল-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি ফরিদ উদ্দীন হাজারী ও সাধারণ সম্পাদক একেএম ফয়েজুল হক মিল্কি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৪৪ জন ভোটার ছিলেন।

সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবুল হোসেন, অডিটর জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক নোমান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে মো. এনামুল করিম খন্দকার, কাজী রবিউল হক রবি, বিনোদ বিহারী ভৌমিক, ও গোলাম রাব্বানী নির্বাচত
হন।

অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সহ সভাপতি পদে সাহাবউদ্দিন আহম্মদ, সদস্য পদে সমীর চন্দ্র কর, গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

তবে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শৈবাল দত্ত, অর্থ সম্পাদক পদে শিব্বির আহমেদ আর বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মজিবুর রহমান ও অর্থ সম্পাদক পদে দেলোয়ার হোসেন সমান ভোট পাওয়ায় পরে লটারির মাধ্যমে এ দু’টি পদেও সরকার দলীয়রা জয়ী হয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।