ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেয়রদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ কাউন্সিলরদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
মেয়রদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ কাউন্সিলরদের

ঢাকা: দেশের ৩২৬টি পৌরসভার মেয়ররা কাউন্সিলরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন।

রোববার (২২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, পৌর মেয়ররা কাউন্সিলরদের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন।

কিছু পৌরসভায় কাউন্সিলরদের মন্ত্রণালয়ের মাধ্যমে বরখাস্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়রদের স্বেচ্ছাচারিতায় উন্নয়ন কাজ স্থবির হয়ে আছে। কাউন্সিরদের মতামত উপেক্ষা করে সরকারের এই প্রতিষ্ঠানকে অকেজো করার পরিকল্পনা করছেন মেয়ররা।

পৌরসভার নির্বাচন পদ্ধতি পরিবর্তন, সম্মান ও পদ মর্যাদা নির্ধারণ, সম্মানি ভাতা সময়োপযোগী করা, কাউন্সিলরদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি উত্থাপন করে কাউন্সিলর অ্যাসোসিয়েশন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মধু।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
ইউএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।