ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গী রেলওয়ে স্টেশনে ঘরমুখো মুসল্লিদের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
টঙ্গী রেলওয়ে স্টেশনে ঘরমুখো মুসল্লিদের ভিড় টঙ্গী স্টেশনে মুসল্লিদের ভিড়, ছবি: কাশেম হারুন

টঙ্গী থেকে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মেনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে যেতে টঙ্গী রেলওয়ে স্টেশনে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।

রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে সরেজমিনে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
 
সরেজমিনে দেখা যায়, অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে, সামনে, গেটে ঝুলেও গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

যদিও স্টেশন থেকে বারবার মাইকে সবাইকে ধৈর্যশীল হয়ে যেতে বলার ঘোষণা দেওয়া হচ্ছে।

ঘোষণা উপেক্ষা করছেন বেশির ভাগ যাত্রী। টঙ্গী থেকে ট্রেনের ছাদে করে কমলাপুর যাচ্ছেন রাসেল। তিনি বলেন, কিছুই করার নেই। এখান থেকে গিয়ে কাজে যোগ দিতে হবে। এখন বাসও পাওয়া যাবে না, তাই বাধ্য হয়েই এভাবে যেতে হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ের পরিবহন পরিদর্শক হামিদুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, ইজতেমার জন্য আমাদের ৭টি বিশেষ ট্রেন রয়েছে। যেগুলো ঢ‍াকা, ময়মনসিংহ ও লাকসাম যাবে। আমরা যাত্রীদের মাইকে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা সতর্ক করছেন। প্রথম পর্বে কোনো দুর্ঘটনা ঘটেনি। আশা করি এবারও কোনো দুর্ঘটনা ঘটবে না।

তিনি বলেন, দুই থেকে তিনটা ট্রেন চলে গেলেই ভিড় অনেকটাই কমে যাবে। তাই যাত্রীদের বলবো আপনারা সতর্ক হয়ে ধৈর্য ধরে গন্তব্যে যান। তাড়াহুড়ো করে দুর্ঘটনার শিকার হবেন না।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের। রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হয়।

চার দিন বিরতির পর শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের। আখেরি মোনাজাতে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।


বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএইচকে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।