ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় শাকিল আহমেদ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুর্শারপুল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শাকিল কুর্শা ইউনিয়নের পুলপাড়ার নুর ইসলামের ছেলে ও কুর্শা এন.কে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

মাজিহাট পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকালে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল শাকিল।

পথে কুর্শারপুল পাড়ায় পৌঁছালে একটি ট্রলি তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুর্শা এন.কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহন আলী লাল বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭ আপডেট: ১৭০৯ ঘণ্টা
বিএসকে/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।