ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘লিটন হত্যার এক নম্বর আসামি খালেদা জিয়া’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
‘লিটন হত্যার এক নম্বর আসামি খালেদা জিয়া’

সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, জামায়াত-বিএনপি চক্র লিটনকে হত্যা করেছে। লিটন হত্যার এক নবম্বর আসামি খালেদা জিয়া। তিনি বলেছেনে, এটা ইয়োলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে গাইবান্ধা-১ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
সুরঞ্জিত সেনগুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতকে জিজ্ঞেস করুন, খালেদা জিয়াকে জিজ্ঞেস করুন, কেন লিটনকে হত্যা করা হলো।


 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএম/এসকে/ওএইচ/সএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।