ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ১৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
নওগাঁয় ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ১৬ লাখ টাকা জরিমানা

নওগাঁ: নওগাঁ শহরের কাজীর মোড়সহ বিভিন্ন এলাকার ৭টি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৠাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আরাফাত হোসেন বাংলানিউজকে জানান, নওগাঁ শহরের কাজীর মোড়, দয়ালের মোড় ও বাগাবাড়িয়া এলাকার বিভিন্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপারেশন সামগ্রী, অনুমোদনহীন ব্লাড ব্যাংক পরিচালনা, পরীক্ষার আগেই প্যাথলজিকাল রিপোর্টে ডাক্তারের স্বাক্ষরসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়লে উত্তরা ক্লিনিকে ২ লাখ টাকা, প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটালে ৬ লাখ টাকা, রহমানিয়া অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা, সাহা নার্সিং-এ ৮০ হাজার টাকা, বলাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৫৫ হাজার টাকা, একতা ক্লিনিকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাইক্রো ল্যাব-এ ২ লাখ টাকাসহ মোট ১৬ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।

অভিযান পরিচালনার সময় নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরিফুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও ৠাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।