ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় অনুদানে রাজশাহীতে উন্নয়ন প্রকল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ভারতীয় অনুদানে রাজশাহীতে উন্নয়ন প্রকল্প রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়রের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে ভারতীয় সহকারী হাইকমিশনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ভারতীয় অনুদানে রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আগামী ২৯ জানুয়ারি। ২১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতি ও সংরক্ষণে এ উন্নয়ন প্রকল্পের স্বাক্ষর হবে ওই দিন।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, স্বাক্ষরকালে ভারতীয় হাইকমিশনার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব উপস্থিত থাকবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রোববার সকালে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়। এ সময় প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- রাসিকের ৪ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস বানু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।