ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমায় চুরি যাওয়া মোবাইল উদ্ধার, ১০ চোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ইজতেমায় চুরি যাওয়া মোবাইল উদ্ধার, ১০ চোর আটক

ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ১০ জন মোবাইল ফোন চোরকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। তাদের কাছে থেকে ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ইজতেমায় আসা মুসল্লিদের টার্গেট করে চুরি করতো এই চক্রটি।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এদিন।

মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লি জড়ো হন টঙ্গীর তুরাগ নদের তীরে।

মুসল্লিদের অতিরিক্ত নিরাপত্তা দিতে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয় রেলওয়ে থানা পুলিশ।

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, আটক ১০ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছে। ২০ থেকে ২৫ বছর বয়সী যুবকরা ইজতেমায় আসা মুসল্লিদের টার্গেট করে চুরি করতো। তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।