ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় প‍ুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আগৈলঝাড়ায় প‍ুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প‍ুকুরে ডুবে সামিয়া আক্তার নামে চার বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের মানিক মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সামিয়া। অনেক খুঁজে তাকে পাওয়া যায়নি।

পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন বলেন, আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএস/বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।