ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে পলাতক আসামি গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উকিলপাড়ায় একটি মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার থেকে চাঁদা আদায় করার সময় তাজুল ইসলাম (৩৩) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুরের এ ঘটনা ঘটে। তাজুল উপজেলার বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চাঁদা আদায় করতে গিয়ে মোবাইল কোম্পানি বাংলালিংকের ব্যবস্থাপক রবিন আহমেদের হাতে ছুরিকাঘাত করে তাজুল। এসময় তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাজুলকে আটক করে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

রবিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবির জানান, তাজুল অস্ত্র, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ অসংখ্য মামলার পলাতক আসামি। দুর্গাপুরের উৎরাইল বাজারে বিশিষ্ট ব্যবসায়ী অরুণ কুমার সাহা ও তার স্ত্রী হেনা রানী সাহা (৬৫) হত্যাকাণ্ডে তাজুল জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।