ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে শীতবস্ত্র বিতরণ/ ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের মাটিডালীতে ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াতের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীম বড়ুয়া রায়, রোকনুজ্জামান রোকন, আতাউল্লাহ, বিরেন সাহা, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, নাঈমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
 
শেষে প্রধান অতিথি সাত শতাধিক দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।