ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বেনাপোলে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর এলাকায় অবস্থিত রজনীগন্ধা নামে একটি আবাসিক হোটেল থেকে সাইফুল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল হোসেন ঢাকা সাভার এলাকার মোতাহার হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত ) শামিম হোসেন বাংলানিজকে জানান, ১৯ জানুয়ারি হোটেলে ওঠেন সাইফুল ইসলাম। ২২ জানুয়ারি সারাদিন ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের হুকের সঙ্গে সাইফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠান।

বন্দর নগরী এলাকায় হোটেল রজনীগন্ধা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও নিয়ম মেনে চলে না বলে অভিযোগ রয়েছে। হোটেলে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক থাকলে সেখানে তা নেই বলেও জানিয়েছেন ওসি।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজেডএইচ/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।