ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর রায়েরবাগে পিকঅাপ ভ্যানের ধাক্কায় বাবু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাই ইমরান জানান, তারা রায়েরবাগ পুনম সিনেমা হলের পাশে থাকেন।

রায়েরবাগের হাসেম রোডের একটি জালি ব্যাগের কারখানায় কাজ করতেন বাবু। সন্ধ্যায় হাসেম রোডে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।