ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
যশোরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোর: যশোর শহরের জেলরোড বেলতলা এলাকায় বাসের ধাক্কায় নূরু (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের যাত্রী কচি (৩০)। 

রোববার (২২ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
হতাহতরা শহরের বারান্দিপাড়ার বাসিন্দা।


যশোরের কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাত সোয়া ১২টার দিকে বেলতলা এলাকায় একে ট্রাভেল্স পরিবহনের ঢাকাগামী একটি বাস ব্যাটারি চালিত একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নূরু মারা যান। এসময় আহত হন কচি নামে এক যাত্রী। পরে আহত কচিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭

ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।