ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের চলন্ত বাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নির্যাতিত মেয়েটির মা ঠাকুরগাঁওয়ের নরেশ চৌহান সড়কের হানিফ কাউন্টারে এসে এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো-৫৬০৯) বাসে করে মেয়েটি ঢাকার উদ্দেশে রওনা হন।

পথে বাসের সুপারভাইজার মাসুদ ও চালক রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

পরে ঢাকার গাবতলীতে বাস পৌঁছুলে কারা প্রাণনাশের হুমকি দিয়ে মেয়েটিকে সিএনজি চালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করেন। এসময় মেয়েটি কৌশলে তার আত্মীয়দের ফোন করলে তারা এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম হানিফ কাউন্টারে এসে মেয়েটির মায়ের জবানবন্দি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭

আরইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।