ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে শেষ হলো গ্রিন স্কুল পাইলট প্রকল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
সাদুল্যাপুরে শেষ হলো গ্রিন স্কুল পাইলট প্রকল্প গ্রিন স্কুল পাইলট প্রকল্প'র সমাপনী অনুষ্ঠানে র‌্যালি

ঢাকা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কার্যক্রমের মধ্য দিয়ে গ্রিন স্কুল পাইলট প্রকল্পের সমাপনী ঘোষণা করলো অলাভজনক প্রতিষ্ঠান গ্রিন বাংলাদেশ। 

শনিবার (২১ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলার হিঙ্গারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান আসাদ।

এসময় আরো বক্তব্য রাখেন- গ্রিন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া মোহাম্মদ পলাশ, ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইজজার রহমান প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আহ্সান হাবিব বলেন, গ্রিন বাংলাদেশের পাইলট প্রকল্প’র মাধ্যমে সাদুল্লাপুরের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে। এই প্রকল্প’র আওতায় সাংস্কৃতিক কার্যক্রম ও নাটক প্রদর্শনের মাধ্যমে বাল্যবিয়ে রোধসহ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। এতে সবার মধ্যে সচেতনতা তৈরি হবে।

গ্রিন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ বলেন, আমরা গাইবান্ধার পাইলট প্রকল্প শেষ করলাম। খুব শিগগিরই অন্য জেলায় এমন কার্যক্রম শুরু করা হবে।  

অনুষ্ঠানে আটটি স্কুলের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া স্কুলগুলোর প্রধান শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।  

গ্রিন স্কুল স্কলারশিপের আওতায় সাদুল্যাপুর উপজেলার আটটি স্কুলে নেতৃত্ব গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়। একই সঙ্গে স্কুল শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা চালানো হয়। ২০১৪ সালে এ কার্যক্রম শুরু করে গ্রিন বাংলাদেশ। দুই বছর পর সাদুল্যাপুরে পাইলট প্রকল্প’র সমাপ্তি ঘোষণা করা হলো।  

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।