ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে ৯ জুয়াড়ির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কেশবপুরে ৯ জুয়াড়ির কারাদণ্ড

যশোর: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে নয় জুয়াড়িকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবির এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-খুলনা সদরের কাশিম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৩৮), পিরোজপুর সদর উপজেলার আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম (৩২), মুন্সিগঞ্জ জেলার সিরাজখান উপজেলার বোয়াখোলা গ্রামের চুন্ন শেখের ছেলে মিন্টু শেখ (৩২), যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে রবিউল ইসলাম (৩৫), একই উপজেলার সুজনপুর গ্রামের মৃত কাজী সৈয়দ আহম্মেদের ছেলে আবুল কালাম আজাদ (২৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার মৃত হাতেম আলী শেখের ছেলে হান্নান শেখ (৪৪), একই উপজেলার হাতকড়া গ্রামের ইকরামুল হক (৫০), একই উপজেলার ফার্মপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৫) ও সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে শরিফুল্লাহ (১৯)।

শরীফ রায়হান কবির বাংলানিউজকে জানান, সাগরদাঁড়ি মধুমঞ্চের পাশের এক বাগানে টাকার বিনিময়ে জুয়া খেলছিল কয়েকজন।

বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অশ্লীল নৃত্য পরিবেশনের জন্য তৈরি করা ২৬টি পুতুল নাচের মঞ্চ গুড়িয়ে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ইউজি/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।