ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে গাঁজাসহ মো. সোহেল (৩৫) ওরফে বল সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। রোববার (২২ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।