ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় কঙ্কাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
বরগুনায় কঙ্কাল উদ্ধার

বরগুনা: বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লাপাতাকাটা লেমুয়া গ্রাম থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ওই এলাকার আক্কাস সিকদারের বাড়ির পেছন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে আক্কাস শিকদারের বাড়ির পেছনের পুকুরের পাড়ে মাটি কাটতে গেলে কঙ্কালটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে এলাকাবাসী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডিএনএ টেস্টের পর তদন্ত করে বলা যাবে কঙ্কালটি কার।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।