মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজাপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলানিউজকে বলেন, সকালে চণ্ডীপুর এলাকার শুভেচ্ছা নিবাসের পাশের ড্রেনের পাশে মরদেহ দেখতে পান স্থানীয়রা।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মরদেহ ড্রেনের পাশে ফেলে রাখে দৃর্বৃত্তরা। নিহতের পরনে হলুদ রঙের সোয়েটার, চেক জামা ও লুঙ্গি ছিলো। আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।
এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি আমান উল্লাহ।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএস/জিপি/এএসআর