মঙ্গলবার ২৪ জানুয়ারি ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে স্থানীয় সরকার, গণমাধ্যম ও কার্যকর অংশগ্রহণ শীর্ষক গণমাধ্যম সংলাপে এ দাবি তুলে ধরে সংগঠনটি।
বারসিক জানায়, ইউনিয়ন পর্যায়ে গবেষণা চালিয়ে আমরা লক্ষ্য করেছি যে, শতকরা ৮০ জন মানুষের গণমাধ্যম কর্মী ও পুরো গণমাধ্যম সম্পর্কে ভীতি রয়েছে, সংবাদ বলতে তারা শুধু মামলা, হামলা বোঝেন।
সংলাপে বারসিক আরও জানায়, সাধারণ মানুষের দাবি দাওয়া যে গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে পাঠানো যেতে পারে, তারা সেটা কল্পনাও করতে পারে না। তাই আমরা গণমাধ্যমের সাথে স্থানীয় সরকারের একটা সমন্বয় সাধনের চেষ্টা করছি।
সংলাপে কুশ্তম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল উপস্থিত সংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, গ্রাম আদালত এখনও কার্যকর আছে, অধিকাংশ প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রক্রিয়া এই গ্রাম আদালতেই সম্পন্ন হয়ে থাকে। আপনাদের মাধ্যমে গ্রাম আদালতের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রাখার আবেদন করছি।
বারসিকের নির্বাহী পরিচালক সুকান্ত সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সদস্যবৃন্দ, জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের প্রশিক্ষণ ড. মোহাম্মাদ গোলাম ইয়াহিয়া, দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাইদ খান, দৈনিক সমকালের সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসটি/এমজেএফ