ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে রিভলবার ও কার্তুজসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
কামারখন্দে রিভলবার ও কার্তুজসহ আটক ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি রিভলবার ও চার রাউন্ড কার্তুজসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার জামতৈল রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বেলকুচি উপজেলার মাইঝাইল দক্ষিণপাড়ার হানিফ মণ্ডলের ছেলে চাঁদ আলী (৩৫), মাইঝাইল পশ্চিমপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ইনছান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫২)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম।

তিনি জানান, জামতৈল রেল ক্রসিংয়ের পাশে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ও চার রাউন্ড কার্তুজসহ তিনজকে হাতে-নাতে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র বেচাকেনা করছিলেন। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।