মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেতের বরুরা টেম্পো স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, সালমা আক্তার (২৫) তার মেয়ে মাইশাকে নিয়ে খিলক্ষেতের বরুরা টেম্পো স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু ও তার মা মারা যায়।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজেডএস/এএটি/এমজেএফ