মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিরমইল ইউনিয়নের গুরখী গ্রামের একটি দিঘীর পাড় থেকে এগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার শীতল মাঠ এলাকার ভারতীয় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল বাংলাদেশে আনা হচ্ছে।
পরে থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার ও এসআই নাদিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেয়ে চেয়ারম্যান ও স্থানীয় লোকজনদের নিয়ে গুরখী গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি পুকুর পাড়ে রাখা একটি প্রাইভেটকার থেকে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।
নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, পুলিশ ও তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যান। পরে ওই প্রাইভেটকার থেকে দশটি পলিথিনের বস্তা থেকে ১ হাজার ৯৮৮ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি