ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৭ দিনপর পাটগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
নিখোঁজের ৭ দিনপর পাটগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিখোঁজের সাত দিনপর রমিজ উদ্দিন খোকা (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমিজ উদ্দিন পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনিশংকর কর বাংলানিউজকে জানান, সাত দিন আগে রমিজ উদ্দিন নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়।

দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় জাল ফেললে রমিজ উদ্দিনের মরদেহ উপরে উঠে আসে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।