ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
রাজশাহী সীমান্তে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার রাজশাহী সীমান্তে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার/ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে রাজশাহীর বিদিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

বিজিবির টহল কমান্ডার হাবিলদার স্বরোজ কুমারের নেতৃত্বে অভিযানে পাঁচশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। তবে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে ব্যাটালিয়ন সদরে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

এদিকে, অপর অভিযানে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত থেকে একশ’ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে পদ্মা নদীর চর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।