ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় দুই রেস্তোরাঁকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
উত্তরায় দুই রেস্তোরাঁকে জরিমানা উত্তরায় রেস্তোরাঁকে জরিমানা/ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় দুটি রেস্তোরাঁকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, উত্তরার দিয়াবাড়িতে নিউ স্বাদ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফ্রিজে বাসি খাবার রেখে পরিবেশন করায় ব্যবস্থাপক জোবায়ের মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ‘থার্ট স্কয়ার রেস্টুরেন্ট’কে নির্ধারিত দামের চেয়ে অধিক দামে খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক মহসিন আলমকে ৮ হাজার টাকা করে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলেও জানান সাইদুর রহমান রুবেল।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরআইএস/এমেজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।