মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর অলকার মোড়ের মাস্টারসেফ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।
কর্মশালায় আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন স্বাগত বক্তব্য রাখেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এ কর্মশালায় স্থানীয়ভাবে সমন্বয় করছে। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।
মঙ্গলবার প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া ফিল্মের অধ্যক্ষ বিশিষ্ট আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলী। তিনি ফটোগ্রাফির ইতিহাস, বাংলাদেশে ফটোজার্নালিজমের ক্রমবিকাশ, ফটোগ্রাফির কারিগরি দিক নিয়ে সেশন পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএস/এসআরএস/এমজেএফ