ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইউসুফ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বরগুনায় ইউসুফ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ইউসুফ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

বরগুনা: অপহরণের পর মুক্তিপণ না পেয়ে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইউসুফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বরগুনার চান্দখালী বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ইউসুফের পরিবার এবং স্থানীয়রা অংশ নিয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এসময় বক্তব্য রাখেন, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি রইসুল আলম রিপন, নিহত ইউসুফের বাবা ইউনুস আলী, মা মাসুমা বেগমসহ স্থানীয়রা।

অপহরণের দু’দিন পর ২০১৬ সালের ২৮ নভেম্বর বরগুনার বিষখালী নদীতে জেলেদের জালে পাওয়া যায় ইউসুফের ব্যবহারকৃত মোটরসাইকেল। অনেক খোঁজাখুঁজির পর একই নদীর চরে হোগলা বনে মেলে তার মরদেহ। এ ঘটনায় নিহত ইউসুফের মা বাদী হয়ে বেতাগী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

ইউসুফের বাবা ইউনুস আলী বাংলানিউজকে জানান, ২৬ নভেম্বর নিখোঁজের পরদিন সন্ধ্যায় ইউসুফ তার বন্ধু উজ্জ্বলের মোবাইলে দুইলাখ টাকা চেয়ে একটি ম্যাসেজ পাঠায়। আর সেই টাকা দিতে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের দেহরক্ষী বাদলের হাতে। অন্যথায় বাদল তাকে মেরে ফেলবে বলে জানায়। কিন্তু ওই টাকা দিতে না পারায় তাকে হত্যা করা হয় বলে দাবি ইউসুফের বাবা ইউনুস আলীর।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।