ফেরত আসা দুই তরুণী হলেন- নড়াইলের হিরা বেগম (২২) ও যশোরের জেসমিন (২৩)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ফেরত আসা তরুণীদের আইনী প্রক্রিয়া শেষে রাইটস যশোর এনজিও সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
রাইটস যশোরের কর্মকর্তা শিউলী আক্তার বাংলানিউজকে জানান, দুই বছর ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা ওই দুই তরণীকে ভারতে নিয়ে যান। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে অদালতে সোপর্দ করেন। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের প্রক্রিয়া শেষ করতে প্রায় দুই বছর সময় লেগে যায়।
ওই দুই তরুণী যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাদের আইনি সহায়তা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এজেডএইচ/এনটি