ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তানোরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
তানোরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার জিওল সড়কে বাসের চাপায় জামেলা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামেলা বেগম তানোর পৌর এলাকার জিওল গ্রামের মৃত আবদুস সোবহানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর-রাজশাহী সড়কের জিওল মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা।

এ সময় আমনুরা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস (বগুড়া মেট্রো-ব-৬৭৫৬) ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ যাওয়ার আগেই বাস চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়।

বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।