মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৬ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী রিনা আক্তার ও তার মেয়ে আয়েশা খাতুনকে (১২) গলা কেটে হত্যা করা হয়।
চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) আমির আব্বাস ২০১০ সালের ১৬ জানুয়ারি লিপুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন ও অ্যাডভোকেট তালিম হোসেন। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআই