ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মা-মেয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
চুয়াডাঙ্গায় মা-মেয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি চুয়াডাঙ্গায় মা-মেয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মা-মেয়েকে গলা কেটে হত্যার দায়ে মঞ্জুরুল ইসলাম মালিক লিপু নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৬ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের স্ত্রী রিনা আক্তার ও তার মেয়ে আয়েশা খাতুনকে (১২) গলা কেটে হত্যা করা হয়।

একই দিনগত রাতেই হাবিবুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিপুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই লিপুকে গ্রেফতার করে পুলিশ।

চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) আমির আব্বাস ২০১০ সালের ১৬ জানুয়ারি লিপুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন ও অ্যাডভোকেট তালিম হোসেন। আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।