ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সিরাজগঞ্জে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে শাওন হোসেন (০৯) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শাওন ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শাওনের বাবা ইউসুফ বাংলানিউজকে জানান, সকালে বাড়ির আঙিনায় গাছে উঠে বেল পাড়ছিল শাওন।

এ সময় গাছের ঢাল ভেঙে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।