ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ভালুকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম মোস্তফা।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী ভিক্ষুক রওশন আরাকে উপজেলা পরিষদ থেকে দুটি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে একটি ছাগল দেওয়া হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার জানান, শিগগির ভালুকা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। সম্পদশালী সবাইকে এ বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।