গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার তালেবপুর গ্রামের মো. রেজাউল হকের ছেলে মো. শাহজাহান (৩০) ও একই উপজেলার তালিবপুর গ্রামের ছাত্তার বাড়ির মো. ইসমাইল হোসেনের ছেলে মো. জুয়েল রানা (২৪)।
র্যাব-১১, সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেগমগঞ্জের পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে আরো দুইটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি