ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর মহাখালীর আমতলী রেললাইনে ট্রেনের ধাক্কায় ডা. ইফতেখায়ের কাশেম (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি আদাবর মোহাম্মদিয়া হাউজিং সুসাইটির মৃত ড. আবুল কাশেমের ছেলে।

তিনি গুলশান-১-এর একটি এনজিও পরিচালিত ক্লিনিকের চিকিৎসক ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুল) সহকারী উপ-পরিদর্শক (এএনআই) রাশেদ রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজেডএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।