ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে র‌্যাবের অভিযানের প্রতিবাদে ক্লিনিক ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
রাজশাহীতে র‌্যাবের অভিযানের প্রতিবাদে ক্লিনিক ধর্মঘট রাজশাহীতে র‌্যাবের অভিযানের প্রতিবাদে ক্লিনিক ধর্মঘট/ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার দু’টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে ক্লিনিক ধর্মঘট ডেকেছেন রাজশাহীর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি রাখা ও বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে সোয়া ৭ লাখ টাকা জরিমানা করে।

পরে অভিযানের প্রতিবাদে দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।

অভিযানে লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ের আমানা হাসপাতালকে সাড়ে তিন লাখ টাকা ও লক্ষ্মীপুরের রয়্যাল হাসপাতালকে পৌনে চার লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাওয়ার আলম।

এদিকে বেসরকারি হাসপাতালে অভিযানের খবর জানাজানি হলে দুপুর আড়াইটার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন।

এরপর থেকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।

তবে রাজশাহীর আমানা হাসপাতালের সুপারভাইজার শামীম হোসেন বাংলানিউজকে বলেন, ধর্মঘট শুরু হওয়ায় কেবল ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।