ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ৩ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
মুক্তাগাছায় ৩ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৬ হাজার ১৪৫ টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪ সদস্যরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, জোবায়েদ হোসেন ওরফে মামুন (৩২), মো. আলাল উদ্দিন (২৫) ও তানজিল ইসলাম ওরফে হাসান (২৮)।

বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাদুরবাড়ি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৬ হাজার ১৪৫ টাকাসহ তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।