ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করছে দুর্নীতি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
‘ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করছে দুর্নীতি’ ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের সঙ্গে দুদক চেয়াম্যান। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। 

কর্মশালায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (ইবাইস) ইউনির্ভাসিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  ও বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনির্ভাসিটি’র ২৮ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
 
ইকবাল মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে যেসব সুপারিশ করবে কমিশন তা বাস্তবায়নে বিবেচনা করতে পারে।

তবে এই সুপারিশমালা অবশ্যই সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবায়নযোগ্য ও প্রাসঙ্গিক হতে হবে।  
 
তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা গ্রেড কিংবা জিপিএ-এর দিকে ছুটছে। তারা সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না। তাই দেশে অনেক সময় চাকরির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় না। একজন সক্ষম তরুণের জন্য শুধু দেশে নয় বিদেশেও চাকরির দোয়ার খোলা রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের গ্রেড কিংবা জিপিএ-এর পেছনে না ছুটে জ্ঞান অর্জনের মাধ্যমে সক্ষম হতে হবে।
 
তরুণরাই ভবিষ্যতে এদেশ চালাবে মন্তব্য করে তিনি বলেন, পরিবর্তন তাদেরকেই শুরু করতে হবে। বাইরে থেকে কেউ পরিবর্তন করে দেবে না। কমিশন কাউকে গ্রেফতার করতে চায় না। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে গ্রেফতার করতে হয়। পাশাপাশি গ্রেফতারের কারণেই সমাজে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি পায়।  
তিনি আরো বলেন, দেশে এখন অভাবের কারণে খুব বেশি দুর্নীতি হয় না, বরং দুর্নীতি যা হচ্ছে তা অতিলোভের কারণে। তাই কমিশন চায় সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে।
 
কর্মশালায় আরো বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসজে/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।