ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড়িতে না বলে নিখোঁজ ওই তিন স্কুলছাত্রের সন্ধান মিললো কুয়াকাটায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বাড়িতে না বলে নিখোঁজ ওই তিন স্কুলছাত্রের সন্ধান মিললো কুয়াকাটায়

যশোর: যশোরের চৌগাছায় বাড়িতে না বলে নিখোঁজ ওই তিন স্কুলছাত্রের সন্ধান মিললো কুয়াকাটায়। সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাদের সন্ধান পাওয়া যায়।

ওই তিন স্কুলছাত্র হলো- চৌগাছা উপজেলা শহরের থানা পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), চৌগাছা পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও চৌগাছা বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা সকলেই চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, ওই তিন স্কুলছাত্র বাড়িতে কাউকে না বলে টাকা ও শীতের জামা কাপড় নিয়ে সুমদ্র সৈকত দেখতে কুয়াকাটায় গেছে। তাদের পরিবারও বিষয়টি নিশ্চিত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তার বাড়ি ফিরবে বলে মোবাইলে পরিবারের সদস্যদের জানিয়েছে।

নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, তিনবন্ধু কুয়াকাটায় সমুদ্র সৈকতে রয়েছে। ছেলের সঙ্গে মোবাইলে কথাও হয়েছে। ওদের আনতে সেখানে লোক পাঠানো হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে চৌগাছা উপজেলা সদর থেকে তারা নিখোঁজ হয়। তাদের কোথাও না পেয়ে পরিবারের লোকজন ওই রাতে চৌগাছায় থানায় সাধারণ ডায়েরি করেন।

**চৌগাছায় স্কুল পড়ুয়া তিন বন্ধু নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।