ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে দিনব্যাপী বিজ্ঞান মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
শ্যামনগরে দিনব্যাপী বিজ্ঞান মেলা শ্যামনগরে দিনব্যাপী বিজ্ঞান মেলা-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: বিজ্ঞান মনষ্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার নকিপুর এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় বেসরকারি সংস্থা লিডার্স এ মেলার আয়োজন করে।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম মহসিন উল মুলক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্না ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ‌শিক্ষার্থীদের তৈ‌রি বৃষ্টির পানি সংরক্ষণ, আদর্শ গ্রাম, বায়ুরোধক যন্ত্র, বন্যার পূর্ব সংকেত, পানির অপচয় রোধ, সৌরশক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার, দ্রুতগামী স্টিমার ও বিভিন্ন ধরনের বিক্রিয়াসহ ৪০টি প্রকল্প প্রদ‌র্শিত হয়।
 
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান‌ ভি‌ত্তিক কুইজ প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।