ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ধুনটে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা   ধুনটে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা-ছবি: বাংলানিউজ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ধুনট এনইউ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাহমুদ-উল-হক।

এসময় আরও বক্তব্য রাখেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব শরীফ মোহাম্মাদ মাসুদ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম কো-অডিনেটর শামীম আল কবির, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার গাজী আব্দুল্লাহ শকুর, শাহ পরান মিয়াজী ও ধুনট এনইউ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান প্রমুখ।

কর্মশালায় ধুনট উপজেলার সেকায়েপভুক্ত মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক ও লাইব্রেরিয়ানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।