ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভালো উকিল ধরার পরামর্শ সমবায় মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ভালো উকিল ধরার পরামর্শ সমবায় মন্ত্রীর

সংসদ ভবন থেকে: যেসব জায়গায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতাচ্যুত করতে ভালো উকিল ধরার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন মন্ত্রী।

এদিন বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রশ্নকর্তা মন্ত্রীকে বলেন, আমরা সংসদ সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হই। আবার যে করেই হোক অন্তবর্তীকালীন সরকার হোক আর নির্বাচনের মাধ্যমে হই ক্ষমতা ছাড়তে হয়। কিন্তু স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অনেকেই মেয়াদ শেষ হওয়ার পর মামলা করে দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল করে থাকেন। এ বিষয়ে কোন সমাধান হবে কি না?

জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রশ্নকর্তার কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। স্থানীয় সরকারের প্রতিনিধিরা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। আইন মোতাবেকই তারা নির্দিষ্ট সময় তাদের দায়িত্ব পালন করবেন। তবে সর্বক্ষেত্রে এভাবে ঘটে না। কোন কোন সময় কেউ বিক্ষুদ্ধ হয়ে কোর্টে মামলা করেন, হাইকোর্টে রিট করেন, পরে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দেন।

তিনি বলেন, হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দিলে আমাদের এই আদেশ ‘ভ্যাকেট’ (আদেশ স্থগিতাদেশ) করা ছাড়া আমাদের হাতে কোনো ব্যবস্থা নাই।

মন্ত্রী বলেন, প্রশ্নকর্তাকে অনুরোধ করবো যে যে জায়গায় বিধি নিষেধ আরোপ করা আছে। সেসব জায়গায় একটু চেষ্টা তদবির করে ভালো উকিল নিয়ে যদি মামলাটা চালান তাহলে ‘ভ্যাকেট’ করানো খুব একটা কষ্টকর হবে না। এ বিষয়ে আইনগত আর কিছু করার নাই, তবুও আমরা চেষ্টা করবো, চিন্তাভাবনা করে দেখব মামলা থেকে কীভাবে দূরে থাকা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।