ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৪৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
কুষ্টিয়ায় ৪৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ৪৭ বিজিবি’র খেলার মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।


 
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, ৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর তারেক মাহমুদ সরকার, ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম প্রমুখ।
 
এর আগে অতিথিরা ৪৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।