এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ৪৭ বিজিবি’র খেলার মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, ৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর তারেক মাহমুদ সরকার, ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে অতিথিরা ৪৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এছাড়াও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি