ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে অটোরিকশা উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
সুন্দরগঞ্জে অটোরিকশা উল্টে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে খোকন মিয়া (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চার যাত্রী। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া-সীচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অটোরিকশায় করে ভাটি কাপাসিয়া এলাকা থেকে উপজেলার সীচা বাজারের দিকে যাচ্ছিলেন খোকন।

এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি রাস্তার পাশের একটি ঘরকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খোকন মারা যান। এসময় আহত হন কমপক্ষে চার যাত্রী।

কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।