মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় এ কারাদণ্ডাদেশ দেন।
এর আগে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত জাহিদুল ইসলাম ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, জাহিদুল নেশা করে ও নেশার টাকা না পেলে প্রায়ই পরিবারে অশান্তি করতো। এতে তার বাবা অতিষ্ঠ হয়ে বিষয়টি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেজাউল করিম ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেন। এরই ভিত্তিতে জাহিদুলকে আটক করে পুলিশ।
পরে সকালে জাহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, জাহিদুলকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি