মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে হাওয়াপাড়া দিশারী আবাসিক এলাকার ৭৪/১ নম্বর বাড়ির মো. ফারুক হোসেনের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ ও রুমান আহমদ নামে দুই যুবক আহত হন।
স্থানীয় সূত্র জানায়, চাচাতো ভাই মনোয়ারের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় বাসার ছাদের বাড়তি অংশ (কার্নিশ) ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা।
এ সময় ছাদের কার্নিশ ভেঙে গিয়ে নীচে পড়ে আহত হন শ্রমিক শাহাব উদ্দিন, রুমান আহমদ এবং মধ্যস্থতাকারী কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ।
আহতাবস্থায় শাহাব উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এনইউ/এসআরএস/এমজেএফ