এ সময় দুই জুয়াড়িকে তিন মাসের, তিন মাদকসেবীর মধ্যে দুই জনকে ১৫ দিনের ও এক জনকে এক মাসের এবং মাদক বিক্রেতাকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ দণ্ডাদেশ দেন।
জুয়া খেলায় দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শহরের কয়া গোলাহাট সরকারপাড়ার তছিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও উত্তরা আবাসন প্রকল্পের বাকা মিয়ার ছেলে রাজু মিয়া (২২)। মাদক বিক্রেতা হলেন- বাসটার্মিনাল আদানী মোড়ের সোহেলের স্ত্রী সেলিনা বেগম (২৫)। এছাড়া তিন মাদকসেবী হলেন- হাতিখানার বুদা মামুদের ছেলে আফছার (৩৫), নতুন বাবুপাড়ার আনোয়ার হোসেনের ছেলে লিটন (৩০) ও সাহেবপাড়ার নাঈমের ছেলে ফাহিম (৩৭)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজি